ব্যাকগ্রাউন্ড রিমুভের সেরা ও সহজ উপায়
পড়তে সময় লাগবে: প্রায় 2 মিনিট
গ্রাফিক্স ডিজাইনার হিসাবে মাঝে মাঝে খুব দ্রুতই কোন প্রোডাক্ট কিংবা মানুষের ব্যাক গ্রাউন্ড রিমুভের কাজ করা লাগে। ফটোশপে যে কাজটা সাধারণত করা হত এতদিন ধরে। ফটোশপের নানা টুলসের ব্যবহার করে কাজটা করতে বেশ সময় লাগে। আবার আপডেটেড ফটোশপ ভার্সনে এখন খুব সহজে করা গেলেও সেক্ষেত্রে কম্পিউটার কনফিগারেশন ভাল হওয়া প্রয়োজন।
তো ফটোশপের ঝামেলায় না যেতে চাইলে, আমরা অনলাইন টুলস ব্যবহার করতে পারি। এর ফলও খুব দারুণ। কয়েক সেকেন্ডের মধ্যে খুব সহজে ব্যাক গ্রাউন্ড রিমুভ করা যায়। ইন্টারনেট কানেকশন থাকলেই হলো।
আসুন দেখে নিই কোন কোন অনলাইন টুলস এ কাজে সেরা।
Pixlr BG
আমার পছন্দের শীর্ষে আছে Pixlr এর ব্যাকগ্রাউন্ড রিমুভার। অনলাইনের অন্যান্য টুলসের থেকে যে ক্ষেত্রে এগিয়ে আছে সেটি হচ্ছে এর ইমেজ এক্সপোর্ট বা ইমেজ কোয়ালিটির দিক থেকে। অন্য টুলস গুলো ব্যাকগ্রাউন্ড রিমুভের পরে লো রেজুলেশনে ছবি সেভ করার অপশন দেয়, হাই রেজুলেশন চাইলে পেইড একাউন্ট লাগে। পিক্সেলআরের ক্ষেত্রে এই ঝামেলা নাই। আপলোড সাইজেরও কোন লিমিট নেই। পিক্সেলআর থেকে সর্বোচ্চ ৪০৯৬*৪০৯৬ পিক্সেল বা ১৬ মেগাপিক্সেলের ছবি সেভ করা যায়। অন্য দিকে বাকি টুলস গুলো, এত রেজুলেশনে বিনামূল্যে সেভ করার অপশন দেয় না। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে।
পিক্সেলআর ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইট - Pixelr BG
Remove.bg
অনলাইনে পাওয়া প্রথম ব্যাকগ্রাউন্ড রিমুভ টুলস হচ্ছে Remove.bg, এটি পাওয়ার পরে খুবই আনন্দিত হয়েছিলাম। আমার অনেক কাজ সহজ এবং দ্রুত করে দিয়েছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ যে কতটা কাজের হতে পারে তা এই টুলসটি দেখিয়েছে। পারফেকশনের দিক থেকে এই টুলসটা সবচেয়ে ভাল। কিন্তু সমস্যা হচ্ছে হাই রেজুলেশনের ছবি চাইলে আপনাকে তাদের প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে হবে। ফ্রিতে সর্বোচ্চ ০.২৫ মেগাপিক্সেল ছবি সেভ করার সুযোগ দেয়।
ফটোশপের জন্য আলাদা প্লাগিনও আছে এই অনলাইন সার্ভিসটির।
রিমুভ ডট বিজি ওয়েবসাইট - Remove.bg
Photoroom
ফটোরুম ব্যাকগাউন্ড রিমুভের ক্ষেত্রে আগের দুইটা টুলসের প্রতিদ্বন্দ্বী। কিন্তু অসুবিধা হচ্ছে ছবির নিচে নিজেদের নামটাও বসিয়ে দেয় এরা। ছবির কোয়ালিটি রিমুভ ডট বিজির চাইতে ভালো দেয়।
ফটোরুমের ওয়েবসাইট - Photoroom
Adobe Spark
এডোবি স্পার্ক বর্তমানে বিনামূল্যে ব্যাকগ্রাউন্ড রিমুভের সুযোগ দিচ্ছে, কিন্তু বেশিদিন ফ্রিতে ব্যবহারের সুযোগ থাকবে না। আর ডাউনলোডের জন্য একাউন্ট খোলা লাগে এডোবিতে। যদিও একাউন্ট খোলাতে কোন টাকা লাগে না।
এডোবি স্পার্কের ওয়েবসাইট - Adobe Spark
সবমিলিয়ে এখন পর্যন্ত আমার পছন্দ Pixelr BG , আপনার পছন্দের টুলস কোনটি ?